Monday, March 3, 2014

ওঁ গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবোঃ মহেশ্বরঃ। গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবে নমঃ ॥

শ্রীপ্রঞ্জা দাস বাবাজির আকস্মিক তিরোধানে সারা অগ্রদ্বীপে নেমে এসেছে শোকের ছায়া।আশ্রমের সাধকদের অশ্রুধারা প্রমাণ করে বাবার অস্তিত্ব তাদের হৃদয়ের কতোটা জায়গা জুরে ছিল।স্কুল নির্মাণ, রাস্তা সংস্করণ থেকে শুরু ছাত্রছাত্রীদের পুস্তক সাইকেল বিতরণ বস্ত্র বিতরণ প্রভৃতি যে কর্মজঞ্জের সূচনা তিনি করেছিলেন এক কথায় তা অনস্বীকার্য। তার ঞ্জানের পরিধি সম্পর্কে আমরা সকলেই অবগত। শুধুমাত্র" ঞ্জান "শব্দটির তিনি যা ব্যাখ্যা করেছিলেন তা আমাকে অবাক করেছিল,তাতে আমাকে বিস্মিত করে তুলেছিল। অগ্রদ্বীপের শিশু থেকে শুরু করে বৃদ্ধ  পর্যন্ত সকলেই তার মৃত্যুতে শোকাহত। স্থানীয় বাজার কমিটি তার আত্মার শান্তির উদ্দেশ্যে বুধবার সমস্ত কার্যকলাপ বন্ধ রেখেছে এবং সান্ধকালিন হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে।

1 comment:

  1. Ja ai blog ta chalache take soto soto bar pronaam janai…… Ami biswanath kundu, assam thake ami guru dev o PRAGYA DAS BABA JI tai ami ki tar contact number ta pate pari…………?

    ReplyDelete