Monday, March 3, 2014

ওঁ গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবোঃ মহেশ্বরঃ। গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবে নমঃ ॥

শ্রীপ্রঞ্জা দাস বাবাজির আকস্মিক তিরোধানে সারা অগ্রদ্বীপে নেমে এসেছে শোকের ছায়া।আশ্রমের সাধকদের অশ্রুধারা প্রমাণ করে বাবার অস্তিত্ব তাদের হৃদয়ের কতোটা জায়গা জুরে ছিল।স্কুল নির্মাণ, রাস্তা সংস্করণ থেকে শুরু ছাত্রছাত্রীদের পুস্তক সাইকেল বিতরণ বস্ত্র বিতরণ প্রভৃতি যে কর্মজঞ্জের সূচনা তিনি করেছিলেন এক কথায় তা অনস্বীকার্য। তার ঞ্জানের পরিধি সম্পর্কে আমরা সকলেই অবগত। শুধুমাত্র" ঞ্জান "শব্দটির তিনি যা ব্যাখ্যা করেছিলেন তা আমাকে অবাক করেছিল,তাতে আমাকে বিস্মিত করে তুলেছিল। অগ্রদ্বীপের শিশু থেকে শুরু করে বৃদ্ধ  পর্যন্ত সকলেই তার মৃত্যুতে শোকাহত। স্থানীয় বাজার কমিটি তার আত্মার শান্তির উদ্দেশ্যে বুধবার সমস্ত কার্যকলাপ বন্ধ রেখেছে এবং সান্ধকালিন হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে।

Saturday, March 1, 2014

FUNERAL OF PRAGYADAS JI

From a trustworthy source we came to know that the dead body of our Idol Shree Pragydasji will reach Brindabon today 4p.m onwards.The funeral ritual will be occurred in Brindabon.Most of his Disciples have come to Ashram from various part of India,People mourning in his spasmodic accident,They are overwhelmed with grief.