Wednesday, October 1, 2014

শারদীয়া ২০১৪

সকলকে শুভ শারদীয়ার আন্তরিক
প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ।
যে যেখানেই আছো, যে অবস্থাতেই আছো,
সবকিছু ভুলে খুব খুব আনন্দ কর ।
সৌজন্যে : অগ্রদ্বীপ

Tuesday, September 30, 2014

শিল্পের আদর্শ নিদের্শন

আমাদের অগ্রদ্বীপের এমন কিছু প্রতিভা আছে যা আমাদের সচরাচর চোখে পরেনা। আমার বন্ধু সুজয় সুত্রধরের বানানো এই কাঠের  প্রতিমাটি তার প্রতিভার একটি আদর্শ নিদর্শন।

Monday, March 3, 2014

ওঁ গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবোঃ মহেশ্বরঃ। গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবে নমঃ ॥

শ্রীপ্রঞ্জা দাস বাবাজির আকস্মিক তিরোধানে সারা অগ্রদ্বীপে নেমে এসেছে শোকের ছায়া।আশ্রমের সাধকদের অশ্রুধারা প্রমাণ করে বাবার অস্তিত্ব তাদের হৃদয়ের কতোটা জায়গা জুরে ছিল।স্কুল নির্মাণ, রাস্তা সংস্করণ থেকে শুরু ছাত্রছাত্রীদের পুস্তক সাইকেল বিতরণ বস্ত্র বিতরণ প্রভৃতি যে কর্মজঞ্জের সূচনা তিনি করেছিলেন এক কথায় তা অনস্বীকার্য। তার ঞ্জানের পরিধি সম্পর্কে আমরা সকলেই অবগত। শুধুমাত্র" ঞ্জান "শব্দটির তিনি যা ব্যাখ্যা করেছিলেন তা আমাকে অবাক করেছিল,তাতে আমাকে বিস্মিত করে তুলেছিল। অগ্রদ্বীপের শিশু থেকে শুরু করে বৃদ্ধ  পর্যন্ত সকলেই তার মৃত্যুতে শোকাহত। স্থানীয় বাজার কমিটি তার আত্মার শান্তির উদ্দেশ্যে বুধবার সমস্ত কার্যকলাপ বন্ধ রেখেছে এবং সান্ধকালিন হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে।

Saturday, March 1, 2014

FUNERAL OF PRAGYADAS JI

From a reliable source, we have learned that the mortal remains of our revered idol, Shree Pragyadasji, will arrive in Brindaban today from 4:00 p.m. onwards. The funeral rites will be performed there with due solemnity. Most of his devoted disciples have already reached the Ashram from various parts of India to pay their last respects. The entire community is mourning the sudden and tragic passing of this great spiritual leader. The grief is profound, and hearts are heavy as people come to terms with the irreparable loss. His unexpected demise in a tragic accident has left countless followers overwhelmed with sorrow, holding on to his teachings and memories as a source of comfort in this difficult time.

Friday, February 28, 2014

The GREAT LOSS FOR AGRADWIPian


We regret that Our idol #Shri Pragya Das Kathia Babaji has been passed away this morning.. The accident took place at Nirsa in Dhanbad when he was returning to Brindabon after inauguration of a "Shiv Temple "at Katwa,(Agradwip, Bahara).After a heavier injuries he was admitted to Patliputra Medical College in Dhanbad.Thre the doctor announced the ride of his body...